Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রিলিজ হলো কাশ্মিরে নির্মিত হুসাইন আদনানের নাশিদ “তাসবীহ”

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২২ পিএম

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সহকারী সঙ্গীত পরিচালক হুসাইন আদনানের নাশিদ মানে ব্যতিক্রম কিছু। দর্শকশ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় তার নাশিদ। যেমন লিরিক তেমনই সুর। পাশাপাশি ভিডিওচিত্র তো আছেই। সবমিলিয়ে অসাধারণ হয় তার নাশিদগুলো।

গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রিলিজ হয়েছে হুসাইন আদনানের কণ্ঠে ভূস্বর্গ কাশ্মিরে ভিডিও ধারণকৃত চমৎকার নাশীদ “তাসবীহ”। এই নাশিদের কথা, সুর এবং ভিডিওচিত্র দর্শক-শ্রোতাকে প্রভু প্রেমে তাসবীহ জপতে উদ্বুদ্ধ করবে।

"তাসবীহ" নাশীদ সম্পর্কে শিল্পী হুসাইন আদনান বলেন, “সবাই সবার জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা ভালো কিছু উপভোগ করবেন। এই নাশীদের ভিডিওচিত্র ধারণের সময় কাশ্মিরের তাপমাত্রা ছিল মাইনাস ৮ ডিগ্রি। ভয়ংকর রকমের শীত ছিল তখন। সবারই কষ্ট হয়েছে খুব। তবুও নাশিদপ্রিয় দর্শকশ্রোতাদের ভালো কিছু দিতে চাওয়ার তাড়নায় ওই সময়ের কষ্টগুলো কষ্ট মনে হয়নি। এ ছাড়া এই নাশিদের লিরিক,টিউন চমৎকার ছিল। কম্পোজিশন এবং ভিডিওতেও কমতি নেই। বাকিটা আমার শ্রোতারা বলবেন”।

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক-প্রাপ্ত জনপ্রিয় কণ্ঠ শিল্পী আবু রায়হান এই নাশিদের বিষয়ে বলেন, “হুসাইন আদনান অসম্ভব ভালো গায়। আমি নিজেও তার ভক্ত। আর এ নাশীদটির শিরোনাম, লিরিক, টিউন, কম্পোজিশন এবং ভিডিওগ্রাফি সবকিছু মিলিয়ে দারুণ হয়েছে”।

নাশিদটি লিখেছেন এবং সুর করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি এই নাশিদের প্রশংসা করতে গিয়ে বলেন, ”লিরিক এবং টিউন করার সময় তো আমার ভালোলাগা ছিলোই, নাশীদটি রেডি হবার পর মনে হচ্ছে আমার জীবনের সেরা একটা নাশীদ হয়ে থাকবে এটি”। নাশিদের রেকর্ড নিয়েছেন শাফিন আহমাদ। কম্পোজিশন করেছেন শেহজাদ। ভিডিও ডিরেক্টর এইচ আল হাদী।



 

Show all comments
  • Muhammad Rafiqul islam ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৮ পিএম says : 0
    মাশাআল্লাহ ভালো লাগছে।
    Total Reply(0) Reply
  • Muhammad Rafiqul islam ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৮ পিএম says : 0
    মাশাআল্লাহ ভালো লাগছে।
    Total Reply(0) Reply
  • Muhammad Usman Gani ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৭ পিএম says : 0
    আমি সব সময়ই হুসাইন আদনান ভাইয়ের নাশিদের ভক্ত, তাই আর কি বলবো তার বিষয়ে মনের গহীন থেকেই গেয়েছেন প্রিয় ভাই, তাই এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে,
    Total Reply(0) Reply
  • Muhammad Usman Gani ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৬ পিএম says : 0
    আমি সব সময়ই হুসাইন আদনান ভাইয়ের নাশিদের ভক্ত, তাই আর কি বলবো তার বিষয়ে মনের গহীন থেকেই গেয়েছেন প্রিয় ভাই, তাই এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে,
    Total Reply(0) Reply
  • কাউসার মীর ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৮ পিএম says : 0
    অসাধারণ হয়েছে
    Total Reply(0) Reply
  • কাউসার মীর ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৮ পিএম says : 0
    অসাধারণ হয়েছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ