বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা। আজ শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার কামাল গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে কামাল গার্মেন্টস’র প্রায় এক’শ শ্রমিক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কারখানার সামনে বিক্ষোভ করে অবস্থান নেয়। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কারখানার সামনে অবস্থান চলবে বলে জানিয়েছে শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কামাল গার্মেন্টস’র চেয়ারম্যান কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,একটু ঝামেলার কারণে শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন এখনো দেয়া সম্ভব হয়নি। আশা করি শীঘ্রই শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।