Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

১. পাঠান
২. অলমোস্ট লাভ উইথ ডিজে মোহাব্বত
৩ ফুরসত
৪. ফারাজ
৫. দামান

অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত
‘দেব ডি’ (২০০৯), ‘গ্যাংস অফ ভাসিপুর’ (২০১২), ‘বম্বে ভেলভেট’ (২০১৫), ‘রমণ রাঘব ২.০’ (২০১৬) ‘মানমার্জিয়া’ (২০১৮), ‘চোকড’ (২০২০) এবং ‘দোবারা’ (২০২২) ফিল্মগুলোর জন্য খ্যাত অনুরাগ কাশ্যপ পরিচালিত রোমান্স ড্রামা। স্কুল ছাত্রী অমৃতার (আলায়া এফ.) সময় কাটে ফিল্ম দেখে, আর এগুলো যোগান দেয় স্থানীয় ভিডিও দোকানের মালিকের ছেলে ইয়াকুব (করণ মেহতা)। এছাড়া সে মজার টিং টং (টিকটক নয়) ভিডিও বানায়। ডিজে মোহাব্বতের পডকাস্ট শোনে সে নিয়মিত। তার গোপন ইচ্ছা ডিজে আয়োজিত গোপন জায়গায় হোলির পার্টিতে যোগ দেয়া। মুসলিম ছেলের সঙ্গে সময় কাটায় বলে অমৃতাকে পড়শিরা গৃহবন্দী করে ফেলে। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে ডিজে মোহাব্বতের সঙ্গীতের প্রতি ভালবাসায় অমৃতা আর ইয়াকুব পালিয়ে যায়। এর ফলে পরস্পর যুক্ত কিছু অঘটনের সৃষ্টি হয়। সমান্তরালে ইয়াকুবের মত দেখতে হরমিত (করণ মেহতা) মিউজিসিয়ান হিসেবে প্রতিষ্ঠা পাবার চেষ্টা করছে। লন্ডনভিত্তিক ব্যবসায়ীর আদরে বখে যাওয়া মেয়ে আয়েশা ( আলায়া এফ.) হরমিতে প্রেমে পড়ে। আয়েশার দুরন্ত কাজকর্মের কারণে হরমিতের জীবনধারা ক্ষতিগ্রস্ত হয়, আয়েশা আবার দেখতে অমৃতার মত। এর মধ্যে একটি অঘটন ঘটে যায়। সব পাত্রপাত্রী এতে জড়িয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ