Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

১. নক অ্যাট দ্য কেবিন
২. অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার
৩. এইটি ফর ব্রেডি
৪. পুস ইন দ্য বুটস : দ্য লাস্ট উইশ
৫. বিটিএস : ইয়েট টু কাম ইন সিনেমাজ

নক অ্যাট দ্য কেবিন
এম. নাইট শ্যামলন পরিচালিত হরর থ্রিলার। ‘দ্য সিক্সথ সেন্স’ (১৯৯৯), ‘আনব্রেকেবল’ (২০০০), ‘সাইনস’ (২০০২), ‘লেডি ইন দ্য ওয়াটার’ (২০০৬), ‘দ্য হ্যাপেনিং’ (২০০৮), ‘দ্য লাস্ট এয়ারবেন্ডার’ (২০১০), ‘আফ্টার আর্থ’ (২০১৩), ‘দ্য ভিজিট’ (২০১৫), ‘স্পি¬ট’ (২০১৬), ‘গ¬াস’ (২০১৯) এবং ‘ওল্ড’ (২০২১) শ্যামলন পরিচালিত ফিল্ম।
সাত বছরের ছোট মেয়ে ওয়েন (ক্রিস্টিন সিউ) এরিক (জনাথন গ্রফ) আর অ্যান্ড্রুকে (বেন অ্যালপ্রিজ) বাবা বলে জানে। দুই বাবার সঙ্গে সে তাদের এক নির্জন কুটিরে ছুটি কাটাতে যায়। পাশে একটি লেকে সাঁতার কেটে সুন্দর সময় কাটাচ্ছিল। দুই বাবা যখন কেবিনে অলস অবকাশ যাপন করছিল আর সেই সময় ওয়েন পরিচিত আর অপরিচিত প্রাণী আর পোকা মাকড় দেখে দেখে সেগুলোর নাম লিখে তালিকা করছিল। বনে হাঁটতে হাঁটতে লেনার্ড (ডেভ বটিস্টা) নামে এক আগন্তুকের সঙ্গে পরিচয় হয়। অচিরেই তার সঙ্গে যোগ দেয় আরও তিনজন (রুপার্ট গ্রিন্ট, নিকি আমুকা-বার্ড, অ্যাবি কুইন) তাদের আক্রমণাত্মক আচরণ আর হাতে অস্ত্র দেখে এরিক আর অ্যানড্রু কেবিনের ভেতরে আশ্রয় নেয়। কিন্তু চার আগন্তুক জোর করে কেবিনে ঢুকে পড়ে। লেনার্ড জানায় তারা এখানে এসেছে বৈশ্বিক এক ধ্বংসযজ্ঞ রুখতে। এজন্য তিনজনের পরিবারকে এক ভয়ানক সিদ্ধান্ত নিতে হবে বলে নির্দেশ দেয়। সব শেষ হবার আগে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা চারজনের খতা রাখবে কীনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ