Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার দুই কলেজে পাস করেনি কেউ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৪ পিএম

যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার দুটি কলেজের কেউ পাস করেনি। এই শিক্ষা প্রতিষ্ঠান দুইটি হলো- উপজেলার কে এম আইডিয়ার কলেজ ও হাজী নুরুল ইসলাম কলেজ। উপজেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হাজী নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন,যশোর শিক্ষাবোর্ডের অধীনে আমাদের কলেজের ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাঁরা সবাই শুধু মাত্র ইংরেজি বিষয়ে ফেল করেছে। সবখানেই শিক্ষার্থীরা এবার ইংরেজি বিষয়ে ফেল করেছে এখানেও একই অবস্থা হয়েছে।

কে এম আইডিয়ার কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

এ ব্যাপারে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন বলেন, কে এম আইডিয়ার কলেজ থেকে ১জন ও হাজী নুরুল ইসলাম কলেজ থেকে ১০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই ফেল করেছে। প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। কেনো এমন ফলাফল বিপর্যয় ঘটলো। কারণ খুঁজে দেখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ