Inqilab Logo

সোমববার , ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০, ০৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

জোড়া লেগেছে সারিকার সংসার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গত বছর ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। বিয়ের কিছুদিন পর স্বামী জি এস বদরুদ্দিন রাহির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছিলেন তিনি। সারিকা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন। তবে তার ভাই বলেছিলেন, রাহি ভাল ছেলে। তার মধ্যে এমন কিছু দেখিনি। এ নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনা হয়। শেষ পর্যন্ত সারিকা ও রাহির মধ্যে দ্বন্দ্ব মিটেছে বলে জানা যায়। স্বামীর বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন। বর্তমানে তারা আবার সংসার শুরু করেছেন। সারিকা বলেন, আমাদের বিষয়টি নিয়ে দুই পরিবার বসেছিল, রাহি ক্ষমা চেয়েছে। ও একসঙ্গে থাকার সুযোগ চেয়েছে আর আমি তো তাকে ভালোবাসি। তাই মামলা তুলে নিয়েছি। তা ছাড়া আমিও চেয়েছি, সুন্দরভাবে সংসার করতে। কারণ বিয়ে ভাঙা ভালো কিছু নয়। এই সুন্দর সমাধানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির লোকজন। আমরা দুজনই একসঙ্গে সংসার করার চেষ্টা করে যাচ্ছি। এখন রাহির ভাড়া করা বসুন্ধরার বাসাতে আছি। তিনি বলেন, মানুষ চায় সবার আগে নিজে ভালো থাকতে, তারপর আশপাশের মানুষকে ভালো রাখতে। ওই সময় আমার ওপর দিয়ে খুব ঝড় বয়ে গিয়েছিল। মামলা করার আগেও চেষ্টা করেছি, সমাধান করতে। কিন্তু পরে বাধ্য হয়েই কাজটি করতে হয়েছিল। সেসব কথা এখন ভুলে যেতে চাই। উল্লেখ্য, এটি সারিকার দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে প্রথম বিয়ে করেছিলেন। বিয়ের এক বছরের মাথায় তাদের কন্যাসন্তান সেহরিশ আনায়ার জন্ম হয়। তবে বনিবনা না হওয়ায় ২০১৬ সালে সারিকার সেই সংসার ভেঙে যায়। মিডিয়া থেকেও সারিকা নিজেকে দূরে সরিয়ে নেন। গত বছর পারিবারিকভাবে দ্বিতীবারের মতো বিয়ের পিঁড়িতে বসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ