Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে ফিরছেন সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দীর্ঘদিন পর ভিন্ন ধারার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ নতুন গান নিয়ে আসছেন। ভালোবাসা দিবস উপলক্ষে ‘দাগা’ শিরোনামে তার নতুন গান আসছে। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। ইমোধ্যে বিভিন্ন মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। সিনেআর্ট প্রডাকশনের ব্যানারে গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস। ভিডিওতে অভিনয় করেছেন আকাশ, রিয়া ও তামুর। আছে ধ্রুব গুহ’র উপস্থিতিও। ভালোবাসা দিবসের আগেই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটি। দীর্ঘ বিরতির পর নতুন গান প্রকাশ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, আরও আগেই আমার নতুন গান ‘দাগা’ প্রকাশ পাওয়ার কথা ছিলো। কিন্তু গত দুই বছর আমরা একটা দূর্বিষহ সময়ের মধ্য দিয়ে পার করেছি। সত্যি বলতে সবারই চোখে মুখে ছিলো উৎকন্ঠা, উদ্বেগ। করোনা আমাদের থমকে দিয়েছিলো। তাই একটা দীর্ঘ বিরতি নিতে হয়েছে। তাছাড়া শ্রোতাদের নিয়ে একটু ভাবনা চিন্তা তো ছিলোই। শ্রোতাদের কথা চিন্তা করেই একটা শ্রুতিমধুর গান উপহার দিচ্ছি। সহজ কথায় সহজ সুরের একটি গান ‘দাগা’। আমার আগের গানগুলো যেভাবে শ্রোতারা আপন করে নিয়েছেন, নতুন গানটিও তারা সেভাবেই আপন করে নেবেন। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ। উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝেনা’, ‘আদরে রাখিও বন্ধু’র মত শ্রুতিমধুর গান দিয়ে শ্রোতাদের মনে শক্ত অবস্থান তৈরি করে নেন কন্ঠশিল্পী ধ্রুব গুহ। এরপর ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’ গানে সেই ধারাবাহিক ধরে রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ