Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মেগা ‘বালিঝড়’-এর আগমনে কোন ধারাবাহিকের বিদায় ঘণ্টা বাজল

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

স্টার জলসা এবং জি বাংলায় একের পর এক সিরিয়াল বন্ধের হিড়িক। পুরনো দের বিদায় জানিয়ে নতুনরা সেই জায়গা দখল করছে। গত কয়েক মাসে স্টার জলসায় একাধিক নতুন ধারাবাহিক এসেছে। দু-একটি ছাড়া, স্টার জলসা পুরোটাই এখন নতুন ধারাবাহিকে মোড়া। যাই হোক, স্টার জলসায় আসন্ন একাধিক নতুন ধারাবাহিক। যার মধ্যে রয়েছে, সাধক রামপ্রসাদ, বালিঝড়, কমলা পৃথ্বীরাজ। ইতিমধ্যেই সদ্য শুরু হয়েছে, মেয়েবেলা। এবার পালা প্রাইম টাইম দখলের পালা। সবার ধারণা, রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের কাহিনী ‘সৌগুন’ জুটির ‘বালিঝড়’কেই রাখা হবে প্রাইম টাইমে। ডিসেম্বরের শুরুতেই প্রকাশ্যে আসে ‘বালিঝড়’-এর প্রোমো। তারপর থেকেই জল্পনা, কোন স্লটে রাখা হবে এই ধারাবাহিককে! আর নতুন ধারাবাহিক আসা মানেই পুরনো ধারাবাহিককে বিদায় জানাতে হবে, নয়তো সরতে হবে টাইম স্লট থেকে। অবশেষে সব জল্পনার অবসান করল স্টার জলসা। এ দিনই জানানো হল, ‘বালিঝড়’-এর সম্প্রচারের দিনক্ষণ। অনেকেই ভেবেছিল, ‘গাঁটছড়া’র জায়গা হয়তো দখল করবে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসের বালিঝড়, কিন্তু তেমনটা হল না। সকলকে চমকে দিয়ে সন্ধ্যা ৬ টার স্লটে আনা হচ্ছে ‘বালিঝড়’কে। যে জায়গায় এতদিন ধরে রাজত্ব করছে ‘নবাব নন্দিনী’। তবে কি শেষ ‘নবাব নন্দিনী’? না সেই ব্যাপারে এখনও স্পষ্টভাবে চ্যানেল কিছুই ঘোষণা করেনি। আপাতত মিঠাই-এর প্রতিপক্ষ হচ্ছে ‘বালিঝড়’। মাত্র কয়েকদিন হয়েছে, ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকের বয়স, কিন্তু শুরু থেকেই টিআরপি তালিকায় ছাপ ফেলতে পারেনি ইন্দ্রাণী-রিজওয়ান জুটির এই মেগা। তাই মাত্র ৬ মাসেই হয়তো বিদায় জানাতে পারে নবাব নন্দিনী। ‘বালিঝড়’-এর কাহিনী কেমন হতে চলেছে? প্রোমো দেখেই স্পষ্ট, রাজনৈতিক নেতার মেয়ে ঝোড়া (তৃণা)। বাবা সমুদ্রের সঙ্গে তারা বিয়ের ঠিক করলেও ঝোড়ার ভালবাসে ¯্রােতকে। এবার দেখার পালা, ত্রিকোণ প্রেমকে তুরুপের তাস করে জলসা কতটা টিআরপিতে রাজত্ব করতে পারে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ