বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের মাহাবুবুর রহমানের নির্মানাধীন বিল্ডিংয়ে নিমার্ণাধীন আট তলা ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন : মো. ইস্রাফিল (২০), মো. রিপন (২০) এবং সাকিম আলী (২০) ।
ওসি আব্দুর রহিম জানান, ৮ম তলায় মাচাংয়ের উপর দাড়িয়ে সিলিংয়ে কাজ করার সময় বিল্ডিংয়ে নিরাপত্তা বেষ্টনী না থাকায় মাচাং ভেঙ্গে সাকিম আলী (২০), মো. ইস্রাফিল (২০) এবং মো. রিপন (২০) ভবনের দক্ষিণ পার্শ্বে নীচে পড়ে মারাত্মক জখম প্রাপ্ত হয়। এসময় অন্যান্য শ্রমিকরা ৩ জনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিম আলী ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন এবং মো রিপনকে চিকিৎসার জন্য ভর্তি দেন । পরে রিপনও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।