রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় রেজাউল করীম রাজিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলেজপাড়া এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, নিহত রাজিবের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী আলহাজ¦ আব্দুল মতিন, রাজিবের ভাই রাকিবুল হাসান, মনির মোল্লা, বন্ধু ইফতেখার আহমেদ ও ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে রাজিব হত্যার প্রধান আসামি তুষারসহ বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলার দুই নম্বর আসামি ঘাতক তুষারের পিতা মতিউরকে তার গ্রামের বাড়ি উপজেলার বহুলী গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে রহস্যজনক কারণে ছেড়ে দেয়ার বিষয়টি তদন্ত করে অসাধু সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। ভালুকা মডেল থানা অফিসার্স ইনচার্জ মামুন অর রশিদ বলেন, রাজিব হত্যা মামলার ৮ আসামির মধ্যে ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। যে ছুরি দিয়ে রাজিবকে হত্যা করা হয়েছে পুকুর সেচে সেই ছুরি উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।