Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দি পৌর উন্নয়নে পাল্টে গেছে দৃশ্যপট

সেলিম আহমেদ, দাউদকান্দি (কুমিল্লা) থেকে | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় উন্নয়নমূলক কর্মকান্ডের কারণে পাল্টে গেছে পৌরসভার দৃশ্যপট। পূর্বে রাস্তা খন্ড বিখন্ডের কারণে পাঁচ মিনিটের রাস্তা রিকশায় যেতে ৩০ মিনিট সময় যেত। এখন পাকা হওয়ার কারণে পাঁচ মিনিটের আগেই গন্তব্য স্থলে পৌঁছানো যায়। এ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। আধুনিকমানের পৌরসভা গড়ার লক্ষ্যে নিরালস ভাবে কাজ করছেন দাউদকান্দি পৌরসভার পৌর মেয়র ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের কোষাধ্যক্ষ নাঈম ইউসুফ সেইন। ২০১৭ সালে জুন মাসে প্রথম মেয়র নির্বাচিত হয়ে পাঁচ বছর উন্নয়নমূলক কাজ করার কারণে পৌরবাসী বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত করে। দ্বিতীয় বার নির্বাচিত হয়ে মেয়র নাইম ইউসুফ সেইনের উন্নয়নের কারণে পাল্টে যেতে থাকে অবহেলিত জনগণের চিত্র। একাধিক নতুন নতুন রাস্তা, পুল-কালভার্ট, পানি সরবরাহ, সড়কে বাতি, বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণসহ উন্নয়নমূলক কাজ হয়ে পাল্টে গেছে দাউদকান্দি পৌরসভার চিত্র। বর্তমানে দাউদকান্দি পৌরসভায় ৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে। পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন বলেন, বিগত বছরগুলোতে চেষ্টা করেছি দাউদকান্দি পৌরবাসির নাগরিক সুযোগ-সুবিধা শতভাগ সম্পন্ন করার। ইতোমধ্যে পৌরসভাকে পানিবদ্ধতা থেকে রক্ষা করতে একাধিক ড্রেনসহ রাস্তা নির্মাণ করেছি। পৌরসভার মধ্যে যে কয়টি খাল রয়েছে তা উদ্ধার করে করতে পারলে পৌরবাসীর পানিবদ্ধতা দূর হবে। দাউদকান্দি পৌরসভার কাউন্সিলরদের সমন্বয়ে এবং পৌরবাসীর সার্বিক সহযোগিতায় দাউদকান্দি পৌরসভায় শত শত কোটি টাকার কাজ করা সম্ভব হয়েছে। দাউদকান্দি পৌরসভা একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। পৌরবাসীর ভালবাসার কারণে পৌরবাসীর পাশে ছিলাম আছি এবং থাকব একজন সেবক হিসেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ