Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে ৭০ বছরের বৃদ্ধকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে কফিল উদ্দীন (৭০) নামে বৃদ্ধকে মারপিটের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা যায় তিনি ব্যাথায় কাতরাচ্ছেন। এ বিষয়ে তিনি সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সদর উপজেলার আরাজী কৃষ্টপুর গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে মো. কফিল উদ্দীন (৭০) প্রয়োজনে বাড়ি থেকে বের হয়। পরক্ষনেই সদর থানার সালন্দর শিংপাড়া গ্রামস্থ রবিউলের মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার ওপরে পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকজন মানুষ লোহার রডসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিনি দেখতে পান সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উত্তর আরাজী কৃষ্টপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রশিদুল ইসলাম (৩২), মো. মহির উদ্দীন (৫২) ও মো. শহিদুল ইসলাম (৪২) পূর্ব শত্রুতার জেরে তাকে মারপিট করছে। পরে আশপাশের মানুষজন এগিয়ে কফিল উদ্দীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ