Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের বউয়ের হাতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি নির্যাতিত

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছেলের বউ শ্বশুর-শাশুড়ির নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তারাব পৌরসভার মাসাব গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নির্যাতিত মা নার্গিস বেগম জানান, গত চার বছর আগে মাসাব এলাকার ইসমাইল গাজীর সাথে সায়মা অক্তারের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই সংসারের ছেলে ফালান গাজী ও তার স্ত্রী সায়মা গাজী তাকে স্বামীর সংসার থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত। এরই সূত্র ধরে গতকাল মঙ্গলবার দুপুরে ফালান ও সায়মা শাশুরি নার্গিস বেগম ও শ্বশুর ইসমাইল হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে নিলা ফুলা জখম করে মারাত্মকভাবে আহত করে। এ সময় বাড়ি না ছাড়লে তাদের জীবনে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন তাদের  উদ্ধার করে  চিকিৎসা করান। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের ব্যাপারে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ট্রাকচাপায় শ্রমিক নিহত, আটক ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলচত্বর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী দুই ট্রাকের মাঝে চাপা পড়ে তোফাজ্জল ইসলাম (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দুই ট্রাকের দুই চালককে আটক করা হয়। মঙ্গলবার সকালে ঘটে এ দুর্ঘটনা। নিহত তোফাজ্জল ইসলাম সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আফতাবনগর এলাকার খাসুম আলীর ছেলে। তিনি ভুলতা পুরান বাজার এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে বসবাস করে এমব্রয়ডারি শ্রমিক হিসেবে কাজ করতেন। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) ফাইজুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরেই ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে। এ জন্য এলাকায় সব সময়ই যানজট লেগে থাকে। ধীরগতিতে চলাচল করতে হয় যানবাহনগুলোর। মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজে যাওয়ার উদ্দেশ্যে যানজটের মধ্যে ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিক দুই ট্রাকসহ চালক সোহেল মিয়া ও শাহ আলমকে আটক করে পুলিশ। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ