রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় কবরস্থানের গাছ কেটে কবরস্থান দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। জানা গেছে, পুটিবিলা সরাইয়া গ্রামের কয়েক হাজার মানুষের বসবাসকারী ৪/৫টি গ্রামের মানুষের একমাত্র কবরস্থানটি পুটিবিলা মৌজার ২ নং খতিয়ানের ৯ নং দাগে রেকর্ডভুক্ত রয়েছে। কয়েক যুগ ধরে এলাকাবাসী ওই কবরস্থানে মানুষ দাফন করে আসছে। কিন্তু স্থানীয় সিরাজ মিয়া ও আবুল কাশেম ওই কবরস্থানটি তাদের দাবি করে। গত ২ দিন ধরে এলাকাবাসীর লাগানো কবরস্থানের লক্ষ লক্ষ টাকার বড় বড় গাছ কাটা শুরু করেছে। উল্লেখ্য, ২০০৯ সালেও ওই কবরস্থানটি দখল করার জন্য সিরাজ মিয়া ও আবুল কাশেম চেষ্টা চালায়। সে সময় স্থানীয়রা প্রশাসনের আশ্রয় নিলে তারা পিছু হটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।