Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কবরস্থানের জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় কবরস্থানের গাছ কেটে কবরস্থান দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। জানা গেছে, পুটিবিলা সরাইয়া গ্রামের কয়েক হাজার মানুষের বসবাসকারী ৪/৫টি গ্রামের মানুষের একমাত্র কবরস্থানটি পুটিবিলা মৌজার ২ নং খতিয়ানের ৯ নং দাগে রেকর্ডভুক্ত রয়েছে। কয়েক যুগ ধরে এলাকাবাসী ওই কবরস্থানে মানুষ দাফন করে আসছে। কিন্তু স্থানীয় সিরাজ মিয়া ও আবুল কাশেম ওই কবরস্থানটি তাদের দাবি করে। গত ২ দিন ধরে এলাকাবাসীর লাগানো কবরস্থানের লক্ষ লক্ষ টাকার বড় বড় গাছ কাটা শুরু করেছে। উল্লেখ্য, ২০০৯ সালেও ওই কবরস্থানটি দখল করার জন্য সিরাজ মিয়া ও আবুল কাশেম চেষ্টা চালায়। সে সময় স্থানীয়রা প্রশাসনের আশ্রয় নিলে তারা পিছু হটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ