রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে সৌদি প্রবাসীর আবদুল হকের গৃহবধূ রেহানা আক্তার (৩৪) আহত হয়েছে। জানা যায়, উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফাজিলের রহমানের বাড়ির সৌদি প্রবাসী আবদুল হক এর গৃহবধূ রেহানা আক্তার (৩৪) রাত আনুমানিক ৭টার সময় রান্না ঘরের প্রয়োজনীয় কাজ শেষে বসত ঘরে যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ রেহানা আক্তারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আশার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোড়া গুলি রেহানা আক্তারের পায়ে বিদ্ধ হলে স্থানীয়রা আহত অবস্থায় রেহানা আক্তারকে উদ্ধার করে ফেনীর সদর হাসপাতালে ভর্তি করে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ ও উপ-পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন ঘটনারস্থল পরিদর্শন করে একটি গুলির খোসা উদ্ধার করেন। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত বলেন মামলার ব্যপারে কেউ এখনো থানায় অভিযোগ দায়ের করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।