বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে মহানগর আওয়ামী লীগে। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী আ্ওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর মেয়র পদে প্রাথীতা কেন্দ্রিক দৌড়ঝাপে এহেন অবস্থার অবতারনা ঘটেছে। তার উপর ক্ষিপ্ত হয়ে আছেন তৃণমুলের ত্যাগি নেতাকর্মীরা। যারা দেশের মাঠিতে বসে জীবন যৌবন দলের জন্য উৎসর্গ করে দিন শেষে প্রবাসী এক নেতার হাতে মেয়র পদে নৌকা প্রতীক উঠার চিন্তাই করতে পারছেননা। তারপর আনোয়ারুজ্জাম চৌধুরী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে কার্যক্রমে সক্রিয় হয়ে উঠছেন নিজস্ব উপায়ে। তার এমন তৎপরতায় বেজায় নাখোশ তৃণমূল নেতাকর্মীরা। এরমধ্যে
দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল মেয়র পদে প্রার্থীতা বিষয়ে সম্প্রতি দেওয়া একটি বক্তব্যে নড়েচড়ে উঠেছে মহানগর আ’লীগ। তারা এই বক্তব্যের সরাসরি প্রতিবাদ জানিয়েছেন, এর মধ্যে দিয়ে প্রকাশ্যে প্রকাশ করেছেন আনোয়ারুজ্জামান নিয়ে তাদের অবস্থান। গত সোমবার ২৪ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী নাদেল তার বক্তৃতায় বলেছিলেন, ‘স্মার্ট সিলেট সিটি গড়তে আনোয়ারুজ্জামান চৌধুরী কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তাঁর সাথে আছি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার কান্ডারি হয়ে এই সিটিকে স্মার্ট সিটিতে রূপান্তরে একসাথে কাজ করে যাব আমরা।’ বক্তৃতায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে আগামী সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন নাদেল। এই বক্তব্যের পেক্ষিতে সিসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোয়ন নিয়ে এখনো প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে কোন নির্দেশনা আসেনি বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। দলীয় প্রার্থী নিয়ে নেতাকর্মীরা বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। আজ মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাসুক উদ্দিন আহমদ ও জাকির হোসেন বলেন, গতকাল ৬ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের কোনো একটি ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সিলেট সিটি মেয়র নির্বাচনের মনোনয়ন প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা'র বরাত দিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা মহানগর আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো: মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে এ সংক্রান্ত কোনো নির্দেশনা সিলেট মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমরা পাইনি। অতএব ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের শৃঙ্খলা সহ দলীয় ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয় এবং বিভ্রান্তি যাতে না ছড়ানো হয় সংশ্লিষ্টদের প্রতি এ বিষয়ে আহবান জানানো যাচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।