প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরে উপস্থিত ছিলেন বাংলাদেশের দুই তরুণ শিল্পী। তারা হলেন প্রীতম হাসান ও জেফার। তারা কাছ থেকে দেখেছেন বিশ্ব সংগীতের মহাতারকাদের, উপভোগ করেছেন অবিস্মরণীয় একটি সন্ধ্যা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত এই আসরটি বসে সোমবার ভোর রাতে। কণ্ঠশিল্পী প্রীতম হাসান প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে। এ তথ্য কণ্ঠশিল্পী নিজেই তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন।
ফেসবুক স্ট্যাটাসে প্রীতম লেখেন, ‘টেলিভিশন, ইউটিউবে সবসময় গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান দেখেছি। কখনো ভাবিনি এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব। বিশ্বখ্যাত বেয়ন্স, টেইলর সুইফট, ম্যাডোনা, দ্য রক, অ্যাডেলের মতো তারকারা আমাদের থেকে মাত্র ৩০০ মিটার দূরে ছিল।’
এ বছর গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিলো ‘বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল’। সংগীত সংস্থাটির ‘শুরুয়াত’ নামের একটি অ্যালবাম মনোনয়ন পায়। সেখানে ‘জাগো পিয়া’ শিরোনামের একটি গান গেয়েছেন বাংলাদেশের নাশিদ কামাল ও আরমীন মুসা। তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের সুবাদেই প্রথম কোনও বাংলাদেশি গ্র্যামির মনোনয়নের অংশীদার হয়েছে।
সে বিষয়টি নিয়েও প্রীতম নিজের অভিমত ব্যক্ত করলেন, ‘আরমীন মুসা মনোনয়ন পেয়েছিলো, যদিও সে জিতে পারেনি; তবে আমি খুব খুশি যে আমাদের মধ্যে একজন মনোনয়নের তালিকায় প্রবেশ করতে পেরেছে। আশা করি একদিন আমাদের বাংলাদেশি কোনও শিল্পীও গ্র্যামির রেড কার্পেটে হাঁটবে।’
এদিকে গ্র্যামিতে অংশগ্রহণের আনন্দময় কিছু মুহূর্ত শেয়ার করে জেফার বলেছেন, ‘প্রীতমের সঙ্গে গ্র্যামিতে কী অবিশ্বাস্য এক অভিজ্ঞতা!’
আশির দশকের সাড়া জাগানো গায়ক প্রয়াত খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসানও গান করেন। কিন্তু বাবা কিংবা ভাইয়ের পরিচয়ে নয়, প্রীতম হাসান নিজের প্রতিভার গুণেই এখন বাংলাদেশের সঙ্গীতজগতের এক পরিচিত নাম। এবার সে জনপ্রিয়তা তাকে নিয়ে গেল হলিউডে।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে বাংলাদেশি শিল্পী হিসেবে গ্র্যামির সম্মানজনক আসরে অংশ নিয়েছিলেন তাহসান খান ও হাবিব ওয়াহিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।