রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌগাছা (যশোর) উপজেলা সংবাদদাতা : যশোরের চৌগাছায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে ২ জন। আহতদের চৌগাছা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার বন্দুলীতলা গ্রামের মৃত গহর আলীর ছেলে আব্দুল হালিম (৩৮) চাঁদপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় একই গ্রামের ইসলামের ছেলে একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রাকিব ও তার সাঙ্গপাঙ্গরা তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে রাম দা, রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত হালিমকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে ভর্তি করে। এদিকে পূর্বশত্রুতার জের ধরে উপজেলার জামলতা গ্রামের মেম্বার আব্দুর রশিদের নেতৃত্বে রেজাউল, ওয়াদুদ ও তাদের সাঙ্গপাঙ্গরা একই গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আকরাম হোসেন (৩৫)-কে ধরে মেম্বারের বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখে। স্থানীয় লোকজন আহত আকরামকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম জানান, এ ঘটনায় আমাদের নিকট কেউ লিখিত অভিযোগ করেনি। তবে হাসপাতালে আছে শুনেছি, অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেব। এ রিপোর্ট লেখা পর্যন্ত চৌগাছা থানায় পৃথক দু’টি মামলার প্রস্তুতি চলছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।