Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা পরিষদ নির্বাচন মাগুরায় সবক’টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : আজ বুধবার ২৮  ডিসেম্বর  মাগুরায় জেলা পরিষদ নির্বাচন  অনুষ্ঠিত  হচ্ছে। এ নির্বাচনে জেলার ১৫ টি কেন্দ্র   অর্থাৎ সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র  হিসেবে বিবেচনা করেছে  পুলিশ  প্রশাসন। মাগুরা পুলিশ  প্রশাসন  সূত্রে জানা গেছে, জেলা  পরিষদ  নির্বাচনে জেলায় ১৫ টি কেন্দ্র  থাকবে। এ সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কেন্দ্র  হিসেবে ধরা  হয়েছে। নির্বাচন  উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক  প্রস্তুতি  গ্রহণ  করা হয়েছে। এ  নির্বাচনে ২৭৪ জন পুলিশ সদস্য, ২২৫ জন আনসার  সদস্য, বিজিবি, র‌্যাব, স্টাইকিং ফোর্স, নির্বাহী  ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। জেলা নির্বাচন  অফিস সূত্রে জানা গেছে , নির্বাচনে  ৩  জন চেয়ারম্যান,  ৩৮ জন সাধারণ  সদস্য ও ৯ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিব্দন্দ্বিতা করছে। নির্বাচনে ৪৭৬  জন ভোটার ১৫টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৩০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৬০ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছে। জেলার ৩৬ টি ইউনিয়ন, ৪ টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাগুরা  জেলা পরিষদ  গঠিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ