রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা : আজ বুধবার ২৮ ডিসেম্বর মাগুরায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে জেলার ১৫ টি কেন্দ্র অর্থাৎ সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছে পুলিশ প্রশাসন। মাগুরা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে জেলায় ১৫ টি কেন্দ্র থাকবে। এ সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে ২৭৪ জন পুলিশ সদস্য, ২২৫ জন আনসার সদস্য, বিজিবি, র্যাব, স্টাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে , নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৩৮ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিব্দন্দ্বিতা করছে। নির্বাচনে ৪৭৬ জন ভোটার ১৫টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৩০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৬০ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছে। জেলার ৩৬ টি ইউনিয়ন, ৪ টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাগুরা জেলা পরিষদ গঠিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।