রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল আলিম (৪৯) নামের এক পল্লী বিদ্যুতের নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কামারখন্দ সাব জোনাল অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কামারখন্দ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী জসিম উদ্দিন জানান, গত রোববার রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুল আলিম। অফিসের ভেতরের বিলিং শাখা থেকে আব্দুল আলিমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সকালে অফিসের নিচতলার মুদি দোকানদার আমাদের জানান। আমরা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং শাখা থেকে নিরাপত্তা প্রহরী আব্দুল আলিমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে একটি চিঠি লিখেছেন, সেখানে ঋণের বিষয়টি উল্লেখ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।