Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ৩:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ১২ ব্যাটালিয়ন সদর দপ্তরে মঙ্গলবার প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকার বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

এগুলোর মধ্যে বিজিবি ১২ ব্যাটালিয়নের উদ্ধারকৃত ৩ কোটি ২৫ লক্ষ ৫৪ হাজার টাকার ও ৬০ ব্যাটালিয়নের উদ্ধারকৃত ১৩ লক্ষ ৫৭ হাজার টাকার মাদক দ্রব্য রয়েছে।
মাদকদ্রব্য গুলোর মধ্যে রয়েছে ফেনসিডিল, হুইস্কি, গাজা, বিয়ার, ইসকপ সিরাপ, আর্সিকপ সিরাপ ইত্যাদি। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আহসানুজ্জামান জি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলী, ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার এম. এ. করিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ