Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলছে

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১:২৭ পিএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতরাত থেকে ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট শুরু করেছেন। রোগীর স্বজনদের হাতে আহত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট ডাকেন তাঁরা। ওই রোগীর স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আহত ইন্টার্ন চিকিৎসকের নাম আবু নাঈম পরাগ। রোগীর গ্রেপ্তার হওয়া স্বামীর নাম জিমি (৩১)। তাঁর বাড়ি নগরের অলকার মোড় এলাকায়।

ধর্মঘট চলাকালে বেলা পৌনে একটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে মানববন্ধনের প্রস্তুতি নেন ইন্টার্ন চিকিৎসকেরা। কিছুক্ষণ পর গেট খুলে দেয়া হয়। ইন্টার্ন চিকিৎ​সকেরা মিছিল নিয়ে নগরের লক্ষ্মীপুরের দিকে চলে যান।

হাসপাতালের উপ-পরিচালক সিরাজুল করিমের অভিযোগ, গতকাল সন্ধ্যার দিকে ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর একজন স্বজন অভিযোগ করেন, ইন্টার্ন চিকিৎসক আবু নাঈম তাঁকে ধাক্কা দিয়েছেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। রোগীর স্বজনেরা আবু নাঈমের চোখেমুখে কিলঘুষি মারেন। তাঁরা কয়েকজন ছিলেন। ইন্টার্ন চিকিৎসক ছিলেন একা।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, রোগীর গ্রেপ্তার হওয়া স্বামী জিমি অভিযোগ করেছেন, স্ত্রীর ঠিকমতো চিকিৎসা না হওয়ায় কথা-কাটাকাটি শুরু হয়েছিল।

রোগী বা তাঁর স্বজনদের অবস্থান না জানায় এ ঘটনা নিয়ে তাঁদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

হাসপাতালের উপপরিচালক সিরাজুল করিম আরও অভিযোগ করেন, ইন্টার্ন চিকিৎসক আবুর চোখে ব্যান্ডেজ লাগাতে হয়েছে। আল্ট্রাসনোগ্রাম করার কথা বলে স্বজনেরা রোগীকে হাসপাতাল থেকে বের করে নিয়ে গেছেন। রোগীর নাম-ঠিকানা পুলিশকে দেওয়া হয়েছে। গতকাল রাতেই মামলা হয়েছে এবং রোগীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসপাতালের উপপরিচালক সিরাজুল করিম বলেন, গতকাল রাত আটটার দিকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। তখন তাঁরা ধর্মঘটের ঘোষণা দেননি। খোঁজ নিয়ে জেনেছেন, আজ মঙ্গলবার সকালে কেউ কাজে আসেননি।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহর ভাষ্য, রোগীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আরেক আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ