Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪৫ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১:১৬ পিএম

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা কালে ১৪৫ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত আটটা থেকে আজ মঙ্গলবার সকাল সাতটার মধ্যে এই রোহিঙ্গারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে স্থল ও জলপথে অনুপ্রবেশের চেষ্টা করে।

বিজিবি সূত্র জানায়, টেকনাফের নাফ নদীর ঝিমংখালী, হ্নীলা ও লেদা পয়েন্ট দিয়ে আটটি নৌকায় করে মোট ৯৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। উখিয়ার স্থলপথের বিভিন্ন পয়েন্ট দিয়ে ৪৯ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, রোহিঙ্গা বোঝাই আটটি নৌকা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির বাধায় নৌকাগুলো মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়।

উখিয়ার সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, উখিয়া সীমান্তের স্থলপথের বিভিন্ন পয়েন্ট দিয়ে ৪৯ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির বাধার মুখে তাঁরা মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়।

সহিংস সেনা অভিযানের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা পালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ