Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৪ পিএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মহিউদ্দিন হোসেনকে (৩৬) নিজ এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮।

গতরাত সাড়ে ৩টার দিকে কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিউদ্দিন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও মহিউদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২টি শাটারগান, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গ্রেফতার মহিউদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সে পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ