বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার খুলে দেওয়া হয়েছে আশুলিয়ার ৫৯টি পোশাক কারখানা। ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে আরো ৮ দিন কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা।
মঙ্গলবার সকালেও বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তবে গত কয়েক দিনের মতো আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যায়নি।
শিল্পাঞ্চল পুলিশ-১ (আশুলিয়া) পরিচালক (এসপি) মোস্তাফিজুর রহমান বলেন, শিল্পাঞ্চলে এক হাজার পুলিশ সদস্য এবং দুইশত র্যাব সদস্য মোতায়েন রয়েছে। সব কারখানায় উৎপাদন চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ডিজাইনার জিন্স নামের একটি কারখানার সুইং অপারেটর নাজমা আক্তার বলেন, ‘বর্তমান বাজারে চলা মুশকিল। ঘর ভাড়া, চাল, বাজার এগুলো কেনার পর হাতে কোনো টাকা থাকে না। আমাদের যেন বেতনটা একটু বাড়ে সে জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।