Inqilab Logo

শনিবার , ৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ যিলক্বদ ১৪৪৪ হিজরী

তিন বসতঘরে আগুন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

রাঙ্গুনিয়ায় অগ্নিকাÐে পুড়েছে তিনটি বসতঘর। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের উত্তাপ বাড়ে। গত শনিবার রাত ৭টায় পোমরা এলাকায় আজিমনগর কাইট্টইল্লা বাড়িতে এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের কারণে আধাঘণ্টা চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। ক্ষতিগ্রস্ত ইব্রাহীম, আজম আলী ও সালাউদ্দিন জানান, তাদের তিনটি বসতঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা নগদ ১ লাখ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন বলেন, হঠাৎ আগুন লেগে ৩টি ঘর পুড়ে ছাই যায়। তাদের অবশিষ্ট কিছুই নেই, সব হারিয়ে প্রায় নিঃস্ব তারা। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস জানান, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার ভেতরে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ