Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্ত রক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সরব বিজিবি

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় পরিচালিত রংতুলি একাডেমিতে গত শনিবার বিকাল সাড়ে ৬ টায় স¤প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন কর্তৃক বাদ্যযন্ত্র (হারমনি এক সেট, তবলা এক সেট এবং জিপসি দুইটি) প্রদান করেন। রামগড় বিজিবি জোন কমান্ডার লে. কর্ণেল হাফিজুর রহমান পিএসসি প্রধান অতিথি থেকে উক্ত বাদ্যযন্ত্র প্রদান করেন।
এ সময় রংতুলি একাডেমির পরিচালক ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাসহ বসবাসরত পাহাড়ি ও বাঙালি অসহায় দুঃস্থদের জীবনমান উন্নয়নে পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে ও কাজ করছে বিজিবি। ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে এবং এ ধারাবাহিকতায় সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত করার লক্ষে স্থানীয় রংতুলি একাডেমির শিল্পী কলাকৌশলীদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ, অংকন শিক্ষক রতন মহুরীসহ অভিভাবক, শিল্পী কলাকৌশলী বৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ