বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়ারটেক এলাকায় গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িয়ার টেক এলাকার মোবারক হোসাইনের মেয়ে বৃষ্টি আক্তার (১১) ছনি এলাকার ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ভাল পাত্রের সন্ধান পাওয়ায় পরিবার থেকে তরিঘরি করে পাতিরা এলাকার বকু মিয়ার ছেলে নাদিম মিয়া (২০) এর সাথে বৃষ্টি আক্তার (১১) কে জোর পূর্বক বিয়ে দেয়ার চেষ্টা করে। এমন সংবাদ পেয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম তাৎক্ষণিক রূপগঞ্জ থানার (ওসি) অপারেশন এমদাদুল হককে নির্দেশ দেন। পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গেলে বর নাদিম পুলিশের উপস্থিতিতে কনের বাড়ি থেকে পালিয়ে যায়। পরে প্রশাসন পরিবারকে বাল্য বিয়ের আইনি সম্পর্কে বুঝিয়ে তা বন্ধ করে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।