Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরাকণ্ঠ সিজন-৭ মপ ঢাকা এবং ময়মনসিংহ থেকে ইয়েস কার্ড পেল ৫২ জন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৭ এর ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের প্রাথমিক অডিশন একই সাথে গত ৩ ফেব্রুয়ারি ঢাকায় চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ দুই বিভাগ থেকে ঢাকায় আসার জন্য ইয়েস কার্ড পেয়েছে ৫২ জন। প্রথম রাইন্ডের জন্য প্রায় সাড়ে ৫ হাজার প্রতিযোগী থেকে ৩৫০ জনকে নির্বাচন করা হয়। তাদের মধ্য থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ধাপ অতিক্রম করে ঢাকার আসার ইয়েস কার্ড পায় ৫২ জন। প্রতিযোগিতার সার্বিক পর্যবেক্ষণ করার জন্য চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অংশগ্রহণকারীদের সাথে কথা বলেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করছি। পৃথিবীর বাংলাভাষাভাষীরা তোমাদের কাছ থেকে ভাল গান শুনতে পাবে এটাই আমাদের প্রত্যাশা। প্রতিযোগিতায় বিচারক ছিলেন মো. খুরশীদ আলম, ফাতেমা তুজ জোহরা, আকরামুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ইতোমধ্যে উত্তর আমেরিকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল এবং খুলনা বিভাগের প্রতিযোগীদের অডিশন শেষ হয়েছে। সেরাকণ্ঠ ২০২৩’ এর প্রধান বিচারক রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ