Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্রিত ও মজলুম রোহিঙ্গাদের যথাযথ হেফাজতে সরকার ও দেশবাসীকে এগিয়ে আসতে হবে -আল্লামা নূর হোছাইন কাসেমী

রোহিঙ্গাদের পক্ষে পূর্ণ অবস্থান ঈমানী দায়িত্ব

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানুষিক নির্যাতন চলছে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এখন পর্যন্ত সমাধানধর্মী কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের দেশের সরকারও তেমন কোনো ভূমিকা পালন করছে না। রোহিঙ্গা মুসলমানরা আমাদের ভাই। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো মদিনার আনছারদের ন্যায় আমাদের ঈমানী দায়িত্ব। তিনি জমিয়ত নেতৃবৃন্দসহ দেশের জনগণকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের খাবার সরবরাহসহ তাদের যথাযথ হেফাজত করতে সরকার ও জনগণকে এগিয়ে আসতে হবে।
গতকাল বাদ আসর জমিয়তের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নূর হোছাইন কাসেমী এ কথা বলেন ।
জমিয়তের সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা জহিরুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী ও প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন। সমাবেশে কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে মাওলানা আব্দুল মালিক রুপষপুরীকে সভাপতি, মাওলানা খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুল আজিজকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা জমিয়তের কমিটি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ