রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাইজভান্ডার শরীফের খেলাফতপ্রাপ্ত খলিফা, খলিফায়ে আজম, বিশিষ্ট তরিকত প্রচারক, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার মহাসচিব আলহাজ শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারীর ৬৬তম খোশরোজ শরীফ (জন্মদিন) উদযাপন করা হয়েছে। গত শুক্রবার বাদ এশা কুমিল্লা নগরীর ছাতিপট্টিস্থ বাসভবন প্রাঙ্গণে আশেকানে মাইজভান্ডারী ভক্তদের উদ্যোগে শাহসূফি মো. আলমগীর খান আল-মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উদযাপন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল, মিলাদ-ক্বিয়ামের পর ৬৬তম খোশরোজ শরীফ উপলক্ষে অনুষ্ঠানে আগত ভক্ত, আশেকান, মুরিদান, বিভিন্ন খানকায়ে শরীফের খাদেম, ইসলামিক সংগঠন ও শুভাকাক্ষীরা শাহসুফি আলমগীর খানকে ফুলেল শুভেচ্ছা জানায়।
অনুষ্ঠানে খলিফায়ে আজম শাহসুফি মো. আলমগীর খান বলেন, কুরআন-সুন্নাহর আলোকে সকলকে জীবন গড়তে হবে। নামাজ পড়তে হবে, হালাল উপার্জন করতে হবে। রাসূল (সা.)-এর প্রদর্শিত পথে আমাদেরকে চলতে হবে। মাইজভান্ডার দরবার শরীফ প্রসঙ্গ তুলে ধরে বলেন, মাইজভান্ডারী দর্শন হচ্ছে মানবতাবাদী দর্শন। মাইজভান্ডার দরবার শরীফ হলো শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রাণকেন্দ্র। এখানে মানুষ ভালোবাসা, শ্রদ্ধা, সম্প্রীতি অন্তরে ধারণ করে এবং হিংসা, উগ্রতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকে। অনুষ্ঠানে কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মতিন মোনাজাত পরিচালনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।