Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ মাসেই শুরু হবে কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতভিত্তিক অনুষ্ঠান কোক স্টুডিও বাংলা ভার্সন বাংলাদেশের যাত্রা শুরু করেছিল গত বছর। ইউটিউবভিত্তিক এই আয়োজনের প্রথম গান ‘নাসেক নাসেক’ প্রকাশিত হয় গত বছরের ২৩ ফেব্রুয়ারি। প্রথম সিজনে ছিলো ১০টি গান। প্রায় সবগুলোই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। এ ধারাবাহিকতায় আবার শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন। এ মাসেই অনুষ্ঠানটি শুরু হবে। ইতোমধ্যে অনুষ্ঠানের ফেসবুক পেজ থেকে প্রোমো প্রকাশ করা হয়েছে। তবে ¯পষ্ট করে বলা হয়নি, ঠিক কবে শুরু হবে। দ্বিতীয় সিজনের ঘোষণার পর থেকেই শ্রোতাদের মনে আগ্রহ জন্মেছে, কারা থাকছেন এবারের আসরে। শোনা যাচ্ছে, আগের সিজনের শিল্পীদের অনেকেই এবারের সিজনে থাকবেন। সঙ্গে যুক্ত হবেনন বেশ কয়েকজন সঙ্গীত তারকা। এই তালিকায় রয়েছেন জেমস, রুনা লায়লা, নগরবাউলখ্যাত জেমস, ওস্তাদ রশিদ খান, ব্যান্ড মেঘদল। সঙ্গীত প্রযোজক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। গত ৩১ জানুয়ারি দ্বিতীয় সিজনের লোগো উন্মোচন করে কোক স্টুডিও বাংলার পেজ থেকে বলা হয়, অনেক অপেক্ষার পর আমরা আবার আসছি নতুন সিজন নিয়ে, নতুন গানের সাথে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ