Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, আনুষ্ঠানিক ঘোষণা

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শিশুবয়স থেকেই বাংলা ইন্ডাস্ট্রিতে আনাগোনা তাঁর। বাংলা ইন্ডাস্ট্রির বড় বড় সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি। শিশুবয়স থেকেই অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি। তবে তাঁর জনপ্রিয়তা বেড়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’ থেকেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে, অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে নিয়ে। বর্তমানে নেটপাড়ার চর্চিত বিষয়, কোন তারকা সম্পর্কে জড়াচ্ছেন, কোন তারকার সম্পর্ক ভাঙছে। যদিও টলি পাড়ার অভিনেত্রীদের নিয়ে সবসময়ই মেতে থাকেন ইনস্টাগ্রাম, ফেসবুকের ইউজাররা। আর তারকারাও ভক্তদের উদ্দেশে তাঁদের জীবনের সবকিছুই নিয়মিত শেয়ার করছেন। যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয়, টলিপাড়ার তরুণ অভিনেত্রী দিতিপ্রিয়াকে নিয়ে। প্রেমে পড়েছেন অভিনেত্রী। সদ্য অফিসিয়ালি ঘোষণা করলেন। টলিপাড়ায় বহুদিন আগে থেকেই তাঁকে নিয়ে চলছিল নানারকম গুঞ্জন। অভিনেতা সুহত্র মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ আনাগোনা। ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু করলেও ইতিমধ্যেই বড়পর্দায় রাজত্ব শুরু করেছেন দিতিপ্রিয়া, সঙ্গে পুরোদমে চলছে ওয়েব সিরিজের কাজও। বর্তমানে তিনি কলেজ ছাত্রী, সাইকোলজি নিয়ে পড়ছেন। অভিযাত্রিক সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র মহলে দখলদারি অভিনেত্রীর। কিন্তু সবটার পরেও তাঁর ব্যক্তিগত জীবনের দখল কে করলেন। প্রেমিক সুহত্র মুখোপাধ্যায়, তিনিও একজন টলিউডের দাপুটে অভিনেতা। সম্প্রতি একেনবাবু-সহ, ইন্দু ২-এর মতো একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এদিন প্রেমিকের কাঁধে চড়ে দিতিপ্রিয়া দুটি ছবি আপলোড করলেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে দেখা যাচ্ছে, সাধারণ জিন্স-টপ পরে প্রেমিকের কাঁধে চড়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘ইট’স অফিসিয়াল’। এরপরেই গুঞ্জণ সুহত্রকে ভালোবাসার মানুষ হিসেবে পরিচয় দিলেন দিতিপ্রিয়া, কিন্তু কেউ কেউ বলছেন কোনো নতুন প্রজেক্টের ছবি হয়তো আপলোড করেছেন দিতিপ্রিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ