Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এয়ার’ নিয়ে বেন অ্যাফ্লেক-ম্যাট ডেমন

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বেন অ্যাফ্লেক আর ম্যাট ডেমনের বন্ধুত্বের কথা হলিউডে বিখ্যাত। তারা কিন্তু ‘গুড উইল হান্টিং’ ফিল্মের চিত্রনাট্যের জন্য ১৯৯৮ সালে অস্কার জিতেছিলেন, যাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ডেমন। এবার তারা আবার ফিরছেন ‘এয়ার’ ফিল্মটি দিয়ে। ৫ এপ্রিল ফিল্মটি মুক্তি পাবে। প্রাইম ভিডিওতে ‘এয়ার’ স্ট্রিম হবে। অ্যাফ্লেক ফিল্মটি পরিচালনা করেছেন এবং চিত্রনাট্য লেখায় তাকে সঙ্গ দিয়েছেন ডেমন। এটি নির্মিত হয়েছে দুই বন্ধুর ব্যানার আর্টিস্টস ইকুইটির অধীনে। ‘এয়ার’-এর কাহিনী নাইকির এয়ার জর্ডান ব্র্যান্ডকে নিয়ে। নাইকির সঙ্গে কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের সম্পর্ক এতে গুরুত্ব পেয়েছে। জর্ডানের মায়ের সমর্থনে নাইকির নির্বাহীদের সঙ্গে নিজের ভাগ বুঝে নেয়া নিশ্চিত করার বিষয়টিও কাহিনীতে থাকবে। ডেমন ‘এয়ার’-এ নাইকির নির্বাহী সনি ভ্যাকারোর ভূমিকায় অভিনয় করেছেন এবং অ্যাফ্লেক অভিনয় করেছেন নাইকির সহ-টওতিষ্ঠাতা ফিল নাইটের ভূমিকায়। এই দুজনকে ছাড়া আরও অভিনয় করেছেন জেসন বেটম্যান, ক্রিস মেসিনা, মারলন ওয়েয়ান্স, ভায়োলা ডেভিস, ম্যাথিউ মেহার, ক্রিস টাকার, জুলিয়াস টেনন এবং গুস্তাফ স্কার্সগার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ