Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিরলে ক্ষুদ্র ব্যবসায়ী বাবু নৃশংসভাবে খুনের ঘটনায়- কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৩ পিএম

দিনাজপুরের বিরলে ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু (৫৮) নৃশংসভাবে খুনের ঘটনায় তার বড় ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে খুনের ঘটনার ২দিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন কিংবা ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতা করতে পারেনি। ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী কাঁঠালতলী বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার সময় নৃশংসভাবে খুন হয়। খুনীরা তাকে নৃশংসভাবে খুন করে রাস্তার পাশে একটি আলু খেতে ফেলে রেখে পালিয়ে যায়। রফিকুল ইসলাম বাবু উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের উত্তর বড় গোবিন্দপুর গ্রামের মৃত: ইয়াকুব আলীর ছেলে। তিনি স্থানীয় হাট বাজার গুলোতে আলুর ক্ষুদ্র ব্যবস্যা করতেন।

এব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু নৃশংস খুনের ঘটনায় তার বড় ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামাী করে গত শুক্রবার বিরল থানায় একটি সংশ্লিষ্ট ধারায় মামলা নং-২, তাং-৩-২-২০২৩ ইং দায়ের করেছে। খুনের রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ