Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় প্রকাশিত হবে শিরোনামহীনের নতুন অ্যালবাম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় ব্যান্ড শিরোনামহীন-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নেওয়া পরিকল্পনার শেষ চমক হিসেবে তার সপ্তম অ্যালবাম ‘দ্য অনলি হেডলাইনার’ প্রকাশ করতে যাচ্ছে। একুশে বইমেলায় প্রকাশ হবে অ্যালবামটি। দলটির প্রধান জিয়াউর রহমান জানান, ১৫ ফেব্রুয়ারি ৪৩-৪৬ নম্বর স্টলে শিখা প্রকাশনী থেকে প্রকাশিত হবে অ্যালবামটি। ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘দ্য অনলি হেডলাইনার’ শিরোনামে কনসার্ট করে শিরোনামহীন। সেখানে ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করে ভারতের মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা। এতে মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ও শিরোনামহীনের সমন্বয়ে গান পরিবেশন করা হয়। অর্কেস্ট্রার সঙ্গে কোনো ব্যান্ড দলের পরিবেশনা দেশের ব্যান্ড মিউজিকের ইতিহাসে এটাই প্রথম। কনসার্টে লাইভ পারফরম্যান্সের ২০টি গানসহ মোট ২২টি কনটেন্ট নিয়ে তৈরি হয়েছে এ অ্যালবাম। অ্যালবামটির চমক হচ্ছে, প্রথমবারের মতো লাইভ পারফরম্যান্সভিত্তিক অ্যালবামটি আসছে বই আকারে। বইয়ের পাতায় পাতায় থাকছে গান, গানের কথা এবং গানের পেছনের গল্প। সেই সঙ্গে থাকবে শিরোনামহীনের ২৫ বছরের পথচলার দীর্ঘ ভ্রমণের গল্পও। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্ণধার জিয়াউর রহমান বলেন, শিরোনামহীন পরিশ্রমী ব্যান্ড। আমরা আশ্বাসবাণী এবং বিভ্রান্তিকর কথায় নয়, কাজে বিশ্বাসী। শিরোনামহীন প্রমাণ করেছে, লক্ষ্যের প্রতি অটল বিশ্বাস এবং সততা থাকলে কীভাবে শত সংকট, বাধাবিপত্তি, সীমাবদ্ধতা ও প্ররোচনা পেরিয়ে অর্জন প্রতিষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ