Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারভেল মহাবিশ্বে ঢুকলেন আয়ো এডিবেরি

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কমেডি-ড্রামা সিরিজ ‘দ্য বেয়ার’খ্যাত অভিনেত্রী আয়ো এডিবেরি মারভেল মহাবিশ্বে পদার্পণ করতে যাচ্ছেন। তিনি মারভেল স্টুডিওসের ‘থান্ডারবোল্টস’ ফিল্মে অ্যান্টি-হিরোদের নিয়ে নির্মিতব্য ফিল্মটিতে এক অজানা চরিত্রে অভিনয় করবেন। এরিক পিয়ারসনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করবেন জেক শ্রায়ার এবং প্রযোজনায় থাকছেন কেভিন ফাইজ। ফাইজ ২০২২-এ স্যান ডিয়েগোর কমিক-কনে ‘থান্ডারবোল্টস’ ফিল্মটির ঘোষণা দিয়ে বলেছিলেন এটি হবে মারভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) পঞ্চম পর্যায়ের ক্লাইম্যাক্স। ফিল্মটি মুক্তি পাবে ২৬ জুলাই, ২০২৪-এ। ‘থান্ডারবোল্টস’ ফিল্মে একত্র হবে এমসিইউ’র ‘ব্ল্যাক উইডো’র ইয়েলেনা বেলোভা (ফ্লোরেন্স পিউ), রেড গার্ডিয়ান (ডেভিড হার্বার) টাস্কমাস্টারের (ওলগা কুরিলেঙ্কো) মত চরিত্রগুলো। আরও থাকবে ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ থেকে বাকি বার্নস (সেবাস্টিয়ান স্ট্যান) এবং জন ওয়াকার (ওয়ায়েট রাসেল); ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড ওয়াস্প’-এর গোস্ট (হ্যানা জন-ক্যামেন)। দলের নেতৃত্ব দেবে ‘ফ্যালকন অ্যান্ড—‘-এর কনটেসা অ্যালেগরা দে লা ফন্টেইন (জুলিয়া লুই-ড্রেফাস)। ‘থান্ডারবোল্টস’ ফিল্মের শুটিং শুরু হবে আগামী জুন থেকে। এডিবিরির ক্যারিয়ারের সূচনা হয় হুলু প্ল্যাটফর্মের ‘দ্য বেয়ার’ সিরিজ দিয়ে ২০২২সালে।এছাড়া ‘থিয়েটার ক্যাম্প’-এ তাকে বেন প্ল্যাটের বিপরীতে দেখা গেছে। আগামীতে তাকে অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘বটমস’ কমেডিতে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ