বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ চৌধুরী বিমান চলাচলের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুর দেড়টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ চৌধুরী জানান, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। ৬০২ নম্বরের ওই ফ্লাইট ১০০ জন যাত্রী নিয়ে রানওয়েতে ওঠার পর সেটির একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।