Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াজুদ্দিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৫ পিএম

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন তার মা। সে সময় শাশুড়ির বিরুদ্ধে অভিনেতার স্ত্রী আলিয়া সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন। এবার স্বামী নওয়াজের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। নওয়াজুদ্দিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তার আলিয়ার আইনজীবী। তার বিরুদ্ধে অভিযোগ, টানা সাত দিন এক ঘরে আলিয়াকে বন্দি রেখেছেন তিনি, করেছেন নির্যাতনও। এমনকি খেতে দেননি, বাথরুমেও যেতে দেননি।

এ নিয়ে এক বক্তব্যে আইনজীবী রিজওয়ান বলেন, ‘আলিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যা যা করা দরকার সবই নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার পরিবারের লোকেরা করেছেন। তারা আমার ক্লায়েন্টের নামে ক্রিমিনাল কমপ্লেন করেছেন। পুলিশকে দিয়ে ওকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রতিদিনই হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রতিদিন সন্ধ্যার পর তাকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ক্লায়েন্ট তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৫০৯ ধারায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।’

রিজওয়ান আরও বলেন, ‘নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার পরিবার সাত দিন ধরে আমার ক্লায়েন্টকে কোনো খাবার দেননি, বিছানায় শুতে দেননি। এমনকি বাথরুমে পর্যন্ত যেতে দেননি। আমার ক্লায়েন্টের আশপাশে সবসময় একাধিক পুরুষ বডিগার্ড মোতায়েন করে রাখতেন। সারা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। বর্তমানে আমার ক্লায়েন্ট তার সন্তানকে নিয়ে আলাদা থাকছেন।’

উল্লেখ্য, দাম্পত্য ও পারিবারিক কলহের জেরে বর্তমানে নওয়াজের আন্ধেরির এক বাড়িতে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন আলিয়া। নওয়াজ ও আলিয়া ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ