Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে সকল কোম্পানির এজিএম এ সপ্তাহে

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে এ সপ্তাহে। কোম্পানীগুলো হলো- হামিদ ফেব্রিক্স, অগ্নি সিস্টেমস, বীচ হ্যাচারি, আরএসআরএম লিমিটেড, বিডি কম, গোল্ডেন সন, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, মডার্ন ডাইং, লিবরা ইনফিউশন, সিভিও পেট্রোকেমিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, দেশ গার্মেন্টস, জাহিন টেক্সটাইল, কেঅ্যান্ডকিউ, প্রাইম টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট, বিডি সার্ভিস, ফার্মা এইডস, তাল্লু স্পিনিং, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ফ্যামিলি টেক্স, খুলনা পেপার, এমারেল্ড অয়েল, বঙ্গজ লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং, এমবি ফার্মাসিউটিক্যালস, মিথুন নিটিং। সিভিও পেট্রোকেমিক্যালস : পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানী সিভিও পেট্রোকেমিক্যালস রিফাইনারি লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৭ ডিসেম্বর কোম্পানীর কর্পোরেট অফিস কাটালগঞ্জ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। বিকন ফার্মাসিউটিক্যালস : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানী বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৭ ডিসেম্বর কোম্পানীর কর্পোরেট অফিস কাঁঠালি, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। লিবরা ইনফিউশন : বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসয়ন খাতের কোম্পানী লিবরা ইনফিউশন লিমিটেড। আজ ২৭ ডিসেম্বর বেলা ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গণে এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। দেশ গার্মেন্টস : বস্ত্র খাতের দেশ গার্মেন্টস লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৭ ডিসেম্বর আইডিইবিতে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। জাহিন টেক্সটাইল : বস্ত্র খাতের কোম্পানী জাহিন টেক্সটাইল লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী কাল ২৮ ডিসেম্বর সকাল ১০টায় পুরাতন রিহাবিলিটেশন সেন্টার, কুড়িবাড়ী, মনিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে। হামিদ ফেব্রিক্স : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের হামিদ ফেব্রিক্স লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়। এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ ডিসেম্বর বেলা ১১টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আরএসআরএম লিমিটেড : বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানী আরএসআরএম স্টিল লিমিটেড। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী কাল ২৮ ডিসেম্বর বেলা ১১টায় সরনিকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। অগ্নি সিস্টেমস : পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানী অগ্নি সিস্টেমস লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী কাল ২৮ ডিসেম্বর সকাল ১০টায় স্পেক্ট্রা কনভেনশন হল, গুলশানে অনুষ্ঠিত হবে। বীচ হ্যাচারি : খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানী বীচ হ্যাচারি লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় মমতাজ মহল, সেক্টর-৯, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হবে। কেঅ্যান্ডকিউ : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানী কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ) লিমিটেড ৩০ জুন সমাপ্ত ১৮ মাসের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী কাল ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হোটেল সুন্দরবন, ১১২ বীরউত্তম সিআর দত্ত রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। বিডি সার্ভিস : পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানী বাংলাদেশ সার্ভিস লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্ট্রার, ঢাকায় অনুষ্ঠিত হবে। ফার্মা এইডস : বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানী ফার্মা এইডস লিমিটেড। কোম্পানীটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগাামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটরিয়াম, ৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হবে। গোল্ডেন হার্ভেস্ট : বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকতাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানী গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় কোম্পানীর ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তাল্লু স্পিনিং : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানী তাল্লু স্পিনিং লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে কোম্পানীর ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বঙ্গজ লিমিটেড : বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানী বঙ্গজ লিমিটেড। কোম্পানীটি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় কোম্পানীর ফ্যাক্টরি প্রাঙ্গণ, চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে। এমবি ফার্মাসিউটিক্যালস : জানুয়ারি ২০১৫ থেকে ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১৮ মাসের জন্য ২৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় ১৮৪/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় অনুষ্ঠিত হবে। মিথুন নিটিং: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে কোম্পানীর ফ্যাক্টরি প্রাঙ্গণ, দৌলতদিয়া, চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে। মোজাফফর হোসেন স্পিনিং : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টার, বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে। ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং : বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানী ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় কোম্পানীর ফ্যাক্টরি প্রাঙ্গণ, টঙ্গী, গাজীপুরে অনুষ্ঠিত হবে। প্রাইম টেক্সটাইল : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানী প্রাইম টেক্সটাইল বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ৩১ ডিসেম্বর বেলা ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গণে কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এমারেল্ড অয়েল : বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১৬ পর্যন্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক কোম্পানী এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। ফ্যামিলি টেক্স : বিনিয়োগকারীদের জন্য ১ জানুয়ারি ১৫ থেকে ৩০ জুন ২০১৬ পর্যন্ত অর্থাৎ ১৮ মাসে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানী ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেড। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হবে। খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং : বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানী খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেড (কেপিপিএল)। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা-মংলা রোড, কাটাখালী, বাগেরহাটে অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোম্পানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ