বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থেকে একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করা হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারি ) ভূল্লী বাজার থেকে পেঁচাটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান আতিক।
জানা যায়, সকালের দিকে ভূল্লী জামে মসজিদের পাশে নদীর ধারে পেঁচাটিকে দেখতে পায় স্থানীয়রা। এসময় পাখিটি অসুস্থ হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা পাখিটি ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে পেঁচা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান আতিক বলেন, সকালের দিকে ভূল্লী জামে মসজিদের পাশে নদীর ধারে পেঁচাটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পেঁচাটিকে ধরে রাখে।
বিষয়টি স্থানীয়রা থানায় খবর দিলে পাখিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পাখিটি অসুস্থ ও উড়তে পাড়ছেনা, তার শরীর দুর্বল। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। বিষয়টি বন বিভাগকে অবগতি করা হয়েছে। তারা আসলেই তাদের হাতে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।