Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফোবানা’র ৩৭ তম সম্মেলন হবে কানাডার মন্ট্রিয়লে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

৩৭ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের ১ থেকে ৩ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়ল শহরে। এই সম্মেলন প্রতি বছর উত্তর আমেরিকার (ইউএসএ এবং কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘ দিন পর বাংলাদেশ এসোসিয়েশন অফ মন্ট্রিয়ল ফোবানা সম্মেলনটি করতে যাচ্ছে। সম্মেলনের কনভেনার হচ্ছেন উত্তর আমেরিকার মনিরুজ্জামান এবং মেম্বার সেক্রেটারি হাফিজুর রহমান ও অভিজিৎ দে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে কনভেনশন হল, হোটেল বুকিং এবং শিল্পীদের আমন্ত্রণ করার কাজ দ্রুত চলমান রয়েছে। ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খান জানান, এই সম্মেলন মূলধারার ফোবানা দ্বারা আয়োজিত একমাত্র সম্মেলন। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে, উত্তর আমেরিকায় বাংলাদেশী সংস্কৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা। সাথে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা, বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের ভেতর সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতুবন্ধন তৈরী করা, এবং নুতন প্রজন্মের কাছে ফোবানা ইয়ুথ ক্লাবের মাধ্যমে ভাষা, সংস্কৃতি, উচ্চ শিক্ষার ব্যাপারে প্রেরণা দেওয়া। ফোবানা সম্মেলন হচ্ছে, বিদেশের মাটিতে হাজার বাংলাদেশীর মিলন মেলা। এখানে বাংলাদেশ থেকে আসবেন স্বনামধন্য শিল্পীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা বলেন, উত্তর আমেরিকায় বহু বাংলাদেশী গুণী শিল্পী আছেন, যারা আসবেন আমাদের ফোবানা সম্মেলনে তাদের পরিবেশনা নিয়ে। তারা ফোবানার নাম ব্যবহার করে কেউ যদি কোন অনুষ্ঠান করার চেষ্টা করে, তাদের সাথে অর্থনৈতিক লেনদেন করে তবে এর দায়ভার ফোবানা কর্তৃপক্ষ বহন করবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ