Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহহীন গায়িকা হ্যানা স্পিয়ারিট, থাকেন অফিসে

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বলিউড তারকাদের পাশাপাশি হলিউডের তারকারাও প্রতিনিয়ত চর্চায় থাকেন। সম্প্রতি ‘এস ক্লাব সেভেন’ তারকা হ্যানা স্পিয়ারিট প্রকাশ্যে আনলেন নিজের জীবনের এক অন্ধকার অধ্যায়ের কাহিনী। জানালেন, বর্তমানে তিনি ঘর-বাড়ি ছাড়া, প্রায় চার মাস ধরে গৃহহীন। পরিবারসহ তাঁদের বাড়িওয়ালা বের করে দিয়েছেন। স্পিয়ারিট হলিউডের একজন বিখ্যাত গায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, গতবছর বড়দিনের ঠিক আগেই তিনি পরিবার-সহ ঘর ছাড়া হয়েছেন। প্রায় ছয়মাস ধরে তিনি চারটি অস্থায়ী বাড়িতে বসবাস করছিলেন। বাচ্চাদের নিয়ে ঘর-বাড়ি চ্যুত, এই পরিস্থিতিতে মানিয়ে নেওয়া খুব কঠিন হলেও, তিনি এই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করছেন এখনও। আপাতত স্বামী অ্যাডাম থমাস (৪২) এবং তাঁদের দুই মেয়েকে নিয়ে স্থায়ী বাসস্থান ছেড়ে বন্ধুর অফিসে রয়েছেন। এই প্রসঙ্গে গায়িকা বলেন, আমাদের বাড়িওয়ালার অর্থের প্রয়োজন ছিল। তাই তিনি তাঁর সম্পত্তি দ্রুত বিক্রি করতে চেয়েছিলেন। দুই দিনের কম নোটিশে আমাদের চলে যেতে বলা হয়েছিল। যা আমাদের বিভ্রান্ত করেছিল। কারণ সেই সময়ে আমাদের কাছে অন্য জায়গা খুঁজে বের করার সময় ছিল না। তখন আমার একটা বন্ধু কয়েক সপ্তাহ আমাদের তাঁর অফিসে থাকতে দিয়েছিল। আমরা শুধু আমাদের বসার ঘর হিসাবে এটি ব্যবহার করেছিলাম। বাচ্চাদের সঙ্গে এই পরিস্থিতি মানিয়ে নেওয়া খুবই কঠিন ছিল। প্রাক্তন পপ তারকা হ্যানা স্পিয়ারিট, ‘ডোন্ট স্টপ মুভিং’, ‘ব্রিং ইট অল ব্যাক’ এবং ‘নেভার হ্যাড এ ড্রিম কাম ট্রু’সহ একাধিক হিট গানের জন্য সুপরিচিত। গায়িকা আরও বলেন, লোকেরা ভাবে আমি ধনী। সবাই কোটিপতি হওয়ার লক্ষ্যে এগিয়ে যায়। কিন্তু পরিস্থিতি কখন মানুষকে বিপাকে ফেলে দেয় তা কেউই বলতে পারেনা। হ্যানা নিজের অসুস্থতার বিষয়ে বলেন, সেই সময়ে অসুস্থতা ছিলেন, যা তাক শয্যাশায়ী করে রেখেছিল। সেই কারণে তাঁর স্বামীর নতুন ক্যাফে ‘এস ক্লাব সেভেন’ উদ্যোগও স্থবির হয়ে গিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ