Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই বিয়ে হলো সুদীপ্তা চক্রবর্তীর

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শীতকাল মানেই বিয়ের মৌসুম। বিয়ের মৌসুম বলে কথা, টলিপাড়ায় বিয়ের সানাই বাজবে না, এ কোনও কথা হল! কিছুদিন আগেই নিজের বিয়ের কথা ঘটা করে জানিয়েছেন অভিনেত্রী রুশা। সঙ্গে এও জানিয়েছেন, বিয়ের পরেই ইঞ্জিনিয়ার স্বামীর হাত ধরেই বিদেশে পাড়ি দেবেন রুশা। সুতরাং ১৩ বছরের অভিনয় কেরিয়ারে ইতি টানছেন অভিনেত্রী। বিয়ের প্রস্তুতিও তুঙ্গে। এবার বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের বাহার মাধ্যমে অভিনয় জীবনে আত্মপ্রকাশ তাঁর। আচমকাই রণিতা শো ছেড়ে দেওয়াতে সেই জায়গায় প্রতিস্থাপন করা হয় সুদীপ্তাকে। বাহার চরিত্রে রাতারাতি খ্যাতি পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এরপরেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সুদীপ্তা। যার মধ্যে, ‘বিকেলে ভোরের ফুল’, ‘রেশম ঝাঁপি’সহ বহু সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এই মুহূর্তে সিরিয়ালকে বিদায় জানিয়ে ওয়েব সিরিজ এবং সিনেমার কাজেই ব্যস্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তবে শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসেই ধারাবাহিকে ফিরছেন তিনি। তার আগেই নতুন জীবনে প্রবেশ করলেন অভিনেত্রী। গতকাল অর্থাৎ ১৭ জানুয়ারি হয়ে গেল তাঁর বিয়ে, পাত্র ইন্ডাস্ট্রির পরিচিত মুখ স্বর্ণশেখর জোয়ারদার। পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে তিনি। পেশায় অভিনেতা। গত মঙ্গলবার নৈহাটিতে বিয়ের অনুষ্ঠান ছিল সুদীপ্তার। শ্বশুরের পরিচালিত ছবি দিয়েই বড়পর্দায় হাতেখড়ি হতে চলেছে সুদীপ্তার। ছবির নাম, ‘একলা মেঘ’। দীর্ঘ দিনের সম্পর্ক স্বর্ণ ও সুদীপ্তার। অবশেষে দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়ে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। বিয়ের পরেও যে তিনি অভিনয় করবেন তা নিশ্চিত। অভিনয় ও গান ভালবাসেন দুজনেই, ঘুরতে ভালবাসেন। পাহাড়ি গ্রামে একটা ছোট্ট হোমস্টে রয়েছে তাঁদের। সময় পেলেই দুটিতে চলে যান। ২০২২ সালের জুন মাসে আংটিবদল হয়, আপাতত নতুন বছরে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ