Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংশয় কাটিয়ে শুরু হচ্ছে জয়ার সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২০ পিএম

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ অবলম্বনে চলচ্চিত্র তৈরি করছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অনেক আগেই সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। মাঝে হঠাৎ অজানা কারণে থেমে গিয়েছিল শুটিং। এতে সিনেমাটির কলাকুশলীরাও নিরাশ হয়েছিলেন। তবে এবার সংশয় কাটিয়ে আবার সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক সুমন।

সুমন মুখোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামাফিক শুরু হলেও মাঝপথে কিছুটা অর্থ সংকট ও বাধা আসে। সেই কারণেই ছবির শুটিং বন্ধ ছিল। এখন পুরো প্রস্তুতি নিয়ে ছবির শুটিং করতে যাচ্ছি। আশা রাখছি, দ্রুত কাজ শেষ করতে পারব।

জয়া আহসান বলেন, এই ছবির কাজ শুরুর পর থেকেই আমি যথেষ্ট আশাবাদী ছিলাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের প্রধান চরিত্রে অভিনয় করছি। যথেষ্ট আবেগ কাজ করছে। কিন্তু হঠাৎ ছবির কাজ আটকে যাওয়ায় আমার মতো অন্য শিল্পীরাও হতাশায় ভুগছিলেন। অবশেষে জানতে পেরেছি আবার কাজ শুরু হচ্ছে। নতুন করে কাজ শুরু করছি। ছবিটি সবার মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।

‘পুতুল নাচের ইতিকথা’ চলচ্চিত্রে জয়া ছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়কে। এপ্রিলের মধ্যেই এর সব কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ