Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে গাছে বিরল বন্যপ্রাণী

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে বিরল এক বন্যপ্রাণীর সন্ধান মিলেছে। সোমবার সকাল থেকে সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের একটি মেহগনি গাছে প্রাণীটি আশ্রয় নেয়।
খবর পেয়ে রাজশাহী থেকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের একটি দল প্রাণীটি উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্ধেশ্যে রওনা হয়েছেন। নাটোর বন বিভাগের কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ ও এলাকাবাসী জানান, সোমবার সকালে ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ির পাশে মেহগনি গাছে বিরল প্রাণীটি দেখতে পায় এলাকাবাসী। ঘটনাটি জানাজানি হলে ওই গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন প্রাণীটি দেখতে গাছের নিচে ভিড় জমায়। উৎসুক জনতা  প্রাণীটিকে মেছো বাঘ, বনবিড়াল, কোলঘুট নানা নামে বিশেষায়িত করে। প্রাথমিকভাবে প্রাণীটিকে বড় জাতের মেছো বিড়াল বলে ধারণা করা হচ্ছে। মানুষজনকে সরিয়ে মেছো বিড়ালটিকে নিরাপদে সরে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যপ্রাণী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ