Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়া পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর গণসংযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আগামী ২০ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়েছেন পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান মিঠু। গত সোমবার বিকেলে তিনি উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন এবং পৌর সভাটির কয়েকটি ওয়ার্ডে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় কর্মিসমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র প্রার্থী মিঠু বলেন, আমার বাবা আব্দুল কাদের মিয়া সাবেক ঘাঘর ইউপি চেয়ারম্যান ছিলেন, আমার একমাত্র অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটিবার আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে পৌরবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ