Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিশ্বসেরার তালিকায় অপি করিমের সিনেমা!

রিয়েল তন্ময় | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বিশ্বের এক নাম্বার সিনেমাভিত্তিক ওয়েবসাইট মুভি ডট কম। এই ওয়েব সাইটে বিশ্বসেরা নির্মাতাদের সিনেমা স্থান পায়। বিশ্বের বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা দেখানোর জন্য জমা দিতে হলেও, এখানে সেই সুযোগও নেই। মুভি ডট কমের প্রতিনিধিরা বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরে যে ছবিগুলো তাদের সাইটে রাখার যোগ্য মনে করে শুধু সেই ছবিগুলোই এখানে স্থান পায়। মাস্টারপিস সিনেমার বিশ্বখ্যাত স্ট্রিমিং সাইট এই মুভি ডট কমে জায়গা পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ওয়েবসাইটটির সুন্দর, আকর্ষণীয় এবং অবিশ্বাস্য (বিউটিফুল, ইন্টারেস্টিং, ইনক্রেডিবল) ক্যাটাগরিতে সিনেমাটি স্থান পেয়েছে। এ ক্যাটাগরিতে মার্টিন স্করসিস, কুয়েন্টিন টারান্টিনো, রোমান পোলান্সি, ওয়াংকার ওয়াই, ট্রুফু, গদারদের মতো বিশ্বজয়ী চলচ্চিত্রকারের ছবি রয়েে এবং তাদের প্রতিটি ছবিই মাস্টারপিসের স্বীকৃতি পেয়েছে। সেই বিবেচনায় ‘মায়ার জঞ্জাল’কে মুভি ডট কম মাস্টারপিস বলছে। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। প্রযোজনা করেছেন বাংলাদেশের জসিম আহমেদ। এতে অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম। জসিম আহমেদ বলেন, এটি নিঃসন্দেহে আমার দেশ তথা ভারতীয় উপমহাদেশের সিনেমার জন্য একটা বড় খবর। বিষয়টি আমরা আরও আগে জেনেছি। এমন বড় প্রাপ্তির কথা আমাদেরও কল্পনায় ছিল না। আমরা নিজেরাই সারপ্রাইজড হয়েছি। খবরটি জানার পর মনে হয়েছে, হয়ত ওরা ভুল করে এটা করেছে। পরে হয়তো ছবিটি নামিয়ে ফেলবে। পরবর্তীতে নিশ্চিত হয়েছি, সত্যি সত্যি আমাদের ছবিকে মাস্টারপিস বলা হয়েছে। তিনি বলেন, মায়ার জঞ্জাল মুভি ডট কমে আপলোড হলেও এখনই দেখা যাবে না। তাদের আমরা বলেছি, ছবিটি আগে সিনেমা হলে মুক্তি পাবে। তার ছয় মাস পর যাতে ওয়েব সাইটে দেখতে পায় দর্শক। তারা আমাদের কথাকে সম্মান দেখিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। অপি করিম বলেন, এমন খবরে খুব ভালো লাগছে। আমি সিনেমা করেছি একেবারেই হাতেগোনা। তারপরও আমার এই সিনেমাটি এমন বড় পরিসরে আমার দেশকে রিপ্রেজেন্ট করেছে, এটা ভাবতেই অন্যরকম আনন্দ লাগছে। আমি বরাবরই বেছে বেছে কাজ করি। এখন মনে হচ্ছে, আমি সঠিক পথেই আছি। মায়ার জঞ্জালের পুরো টিমের পরিশ্রম সার্থক হয়েছে। প্রত্যেকে যার যার জায়গা থেকে শতভাগ সততার সঙ্গে কাজটি করেছেন বলেই এমন পরিণত একটি সিনেমা আমরা উপহার দিতে পারছি। এ মাসেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা দেশের সিনেমা হলে। সিনেমাটিতে অপি করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সোহেল মন্ডল, কলকাতার ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু,পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করেছে ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক। ‘মায়ার জঞ্জাল’ ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২০ সালে চীনের মর্যাদাস¤পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে এবং মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মায়ার জঞ্জাল’ প্রদর্শিত হয়। ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৫তম আসরে এশিয়ান পারসপেকটিভ বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি। এ ছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভালের ২১তম আসরের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমায় আমন্ত্রিত হয়ে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড লাভ করে। লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কমপিটিশনে প্রতিযোগিতা করে চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছে সিনেমাটি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ