Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইলিয়ানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:৪৪ পিএম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। তিনি নিজেই হাসপাতালের বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন। শুধু তা-ই নয় হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি শেয়ার করেছেন ইলিয়ানা। সেই ছবিতে দেখা গেছে, তার হাতে ব্যান্ডেজ, স্যালাইন দেওয়া হচ্ছে। এদিকে ইলিয়ানার অসুস্থতার খবরে তার ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

জানা গেছে, প্রায় তিনটি সেলাইন দেওয়া হয়েছে অভিনেত্রীকে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ইলিয়ানা লেখেন, ‘গত কয়েকদিনে যারা আমার খোঁজখবর নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, তাদের সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আপাতত আমি ভাল আছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি।’

বলিউডে অজয় দেবগন, সাইফ আলি খান, অক্ষয় কুমার ও রণবীর কাপুরের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন ইলিয়ানা। সাফল্যও পেয়েছেন। কিন্তু অষ্ট্রেলীয় চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।

যদিও সম্প্রতি ক্যাটরিনা কাইফের চাচাতো ভাইয়ের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে ‘কফি উইথ করণ’ এর শোতে ক্যাটরিনাকে ইলিয়ানা ও তার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করলে এড়িয়ে যান ক্যাট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ