Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবচরে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো দেশের সর্বপ্রথম প্রযুক্তি টাওয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ২:২০ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে মাদারীপুরের শিবচরে ২০ একর জায়গাজুড়ে ৪১ তলাবিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে। যেখান থেকে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে।’
মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশকে মজবুত করতে ২০৪১ সালকে সামনে রেখে একটি মিশন-ভিশন তৈরি করেছেন। যেখানে থাকছে জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত ও সাশ্রয়ী বাংলাদেশ গড়ার প্রত্যয়। তাই দিন দিন প্রযুক্তিবিদ ও প্রযুক্তির সঙ্গে বাংলাদেশকে পরিচিত করে তোলা হচ্ছে। তাই ২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে মাদারীপুরের শিবচরে ২০ একর জায়গাজুড়ে ৪১ তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে, যা হবে বাংলাদেশের এমআইটি। এখান থেকে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ।’
তিনি আইসিটির উন্নতির আশা ব্যক্ত করে বলেন, ‘বিকেএসপি যেমন এদেশে শাকিব আল হাসান তৈরি করেছে, তেমনি একদিন বিশ্ব আইটি সেক্টরে বাংলাদেশ রাজত্ব করবে। যে কারণে মাদারীপুরের শিবচরে ১৫ শ কোটি টাকা ব্যয়ে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’র নির্মাণ শুরু হলো। এখান থেকে শত শত প্রযুক্তিবিদ তৈরি হবে, যা পুরো দেশসহ বিদেশের প্রযুক্তিকেও নেতৃত্ব দিবে।’
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সাংসদ ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য কাজী নাবিল, নাহিদ খান, খাদিজাতুল আনোয়ার ছনি, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম খান।
পরে প্রতিমন্ত্রী শিবচরের কাদিরপুরে নির্মাণ হতে যাওয়া শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির বিভিন্ন স্থান পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ